ঢাকা      বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
শিরোনাম

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

IMG
10 September 2025, 12:00 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

ওই সাংবাদিকের নাম তরিকুল ইসলাম শিবলি (৪০)। তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার ছিলেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবলির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইতবারপুরে। তার পিতার নাম এ কে এম শহিদুল্লাহ। তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক কর্তব্যরত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক শিবলির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন