স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের ফ্লাইট থাকলেও পরিস্থিতি খারাপ হওয়ায় সব ফ্লাইট বাতিল করা হয়। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলে অবস্থান করছেন। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান। এদিকে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com