ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।
গ্রেফতারকৃত মোতাজ্জরুল ইসলাম মিঠুর নামে স্বাস্থ্য খাতে টেন্ডার জালিয়াতি, সিন্ডিকেট গঠন, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা রয়েছে। তাকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com