মাওলা সুজন, নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার উইটব্যাংকে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।
নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক। প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন তিনি।
নিহত পলাশের ভাই পল্লী চিকিৎসক কাজী আলমগীর বাংলাদেশ গ্লোবালকে জানান, তিনদিন ধরে পলাশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ তদন্ত করে সিসি ক্যামেরার ফুটেজ থেকে হত্যার বিষয়টি উদঘাটন করে।
তিনি আরো জানান, পলাশ তার ব্যবসা প্রতিষ্ঠানে মালাউই-এর এক নাগরিককে কর্মচারী হিসাবে রেখেছিলেন। সেই কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন পলাশকে। পরে মরদেহ দোকানের ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যান তিনি। অভিযুক্ত কর্মচারী এখনও পলাতক রয়েছেন এবং তাকে ধরতে অভিযান চালাচ্ছে দক্ষিণ আফ্রিকার পুলিশ ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে পলাশ ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। তাঁর স্ত্রী ও দু'টি ছোট সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পরিবার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছে বলেও জানান তিনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com