ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

এশিয়া কাপে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

IMG
13 September 2025, 8:56 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলে সুপার ফোরে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গত বৃহস্পতিবার একই ভেন্যুতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কা এখনও রয়েছে মাঠে নামার অপেক্ষায়। তারা টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগের আসরে (২০২২ সালে) শিরোপা জিতেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চের আভাস। দু'দলের খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবের কারণে উত্তেজনাপূর্ণ মুহূর্তের পাশাপাশি বিতর্কের রসদও মিলেছে। এসব মিলে ভক্তদের মধ্যেও তাই এই দ্বৈরথ নিয়ে উত্তেজনা একটু বেশি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন