শরীফুল ইসলাম, সাভার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়। তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দিবে, তা কেউ বলতে পারবে না। আজ শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা আরো বলেন, অন্তবর্তী সরকারের কোন দল নেই। তাই অন্তবর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে অন্তবর্তী কালীন সরকার। সেই নির্বাচনে কে জিতলো, কে হারলো - এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোন সরকারি কর্মকর্তা কারো পক্ষ নিতে পারবে না। কেউ কোন দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন,নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে। নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফাওজুল কবির খান আরো বলেন, আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল, সেটা দিনের ভোট রাতে হয়েছে। সেটা ছিলো লায়লাতুল নির্বাচন।
এসময় তিনি আরও বলেন, এখন বিদ্যুৎ সংকট নেই। কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে, তা ঠিক হয়ে যাবে। সবসময় সরকার বিদ্যুৎ-এর লোডশেটিং মনিটরিং করে জানিয়ে তিনি বলেন, বাচ্চা প্রসাব করলে যেমন একটু মানুষের কষ্ট হয়; সে রকম ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না বলেও মন্তব্য করেন তিনি। পরে তিনি বিভিন্ন উপজেলার ইউএনও ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ এসময় উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com