শরীফুল ইসলাম, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ৮ হাজার ভোট গণনার জন্য দীর্ঘ সময় অতিবাহিত হওয়াকে সন্দেহের বহিঃপ্রকাশ বলে মনে করেন অনেক প্রার্থী।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে নজর রাখছেন প্রায় দুই হাজার পুলিশ সদস্য। এছাড়াও সাদা পোশাকে নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পাশাপাশি মোতায়েন রয়েছে র্যাব ও বিজিবি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com