ঢাকা      শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
শিরোনাম

রাকসু নির্বাচন: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ (ভিডিও)

IMG
13 September 2025, 2:41 PM

ফয়সাল আহমেদ, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তাদের স্বশরীরে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামীকাল রোববার প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

আগামী সোমবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন রাকসুর নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম। আজ শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

রাকসু ও সিনেটের ছাত্র প্রতিনিধি - এই দুই পদে মোট ৩২০ জনের এখন পর্যন্ত মনোনয়নপত্র বহাল রয়েছে। প্রাথমিক তালিকা থেকে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাতজন প্রার্থীর মধ্যে আপিলে টিকেছেন পাঁচজন ও বাদ পড়েছেন দু'জন। ২৫ সেপ্টেম্বর নির্বাচনের জন্য এরই মধ্যে ব্যালট বাক্সের নমুনা তৈরি করা হয়েছে। সকালে সেই নমুনা নির্বাচন কমিশনে নিয়ে আসা হয়।

নির্বাচন কমিশনার জানান, এই ধরনের মোট ১০২ টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এ নির্বাচনে ভোট নেয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। নির্বাচন কমিশনার বলছেন, ডাকসু এবং জাকসুর অভিজ্ঞতা থেকে মেশিনেই ভোট গণনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোট ৮টি একাডেমিক ভবনে ভোট অনুষ্ঠিত হওয়ার পর সিলেট ভবনে গণনা করার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের চেয়েও কম সময়ে রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

রাকসুতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬০ জন এবং হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। ৩২০ জনের মধ্যে নারী প্রার্থী ৩২ জন।

তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ সম্পন্ন হয়েছে, ১১ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনী প্রচারণা শুরু হবে। ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।

এদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, বাম ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে রাকসু নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। এখন পর্যন্ত ১৭ হল মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৩০ হাজার।

উল্লেখ্য, হল সংসদের তথ্য রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রদান না করায় মোট ভোটার সংখ্যা জানাতে পারেননি নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন