শরীফুল ইসলাম, সাভার: জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর আজ রোববার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল নিরুত্তাপ। ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে। পরীক্ষা, ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার সকালে বৃষ্টিবিঘ্নিত ক্যাম্পাস ছিল সুনশান নীরব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিথিল করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে গুরুত্বপূর্ণ অফিস ও পয়েন্ট সমূহে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ১০টা পর্যন্ত বিজয়ী ভিপি, ছাত্র শিবির বা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে ক্যাম্পাসে কোথাও বিজয় মিছিল হয়নি। একই সাথে নির্বাচন বর্জনকারীরাও কোন বিক্ষোভ মিছিল করেনি।
সকালে হলগুলোতে গিয়ে দেখা গেছে, সুনশান নীরবতা। তবে বৃষ্টির উপস্থিতি ক্যাম্পাসকে এক অন্যরকম রূপ দিয়েছে। বৃষ্টির কারণে শিক্ষার্থীরা হলে হলে বিশ্রাম নিচ্ছেন। এছাড়া ক্যাম্পাসে সকল পরীক্ষা ও কার্যক্রম আজকের জন্য বন্ধ থাকায় প্রশাসনিক কর্মকর্তারাও অফিসে আসেননি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com