ঢাকা      রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
শিরোনাম

দুবাইয়ে রাতে পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচ

IMG
14 September 2025, 12:44 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারত-পাকিস্তান মানেই রক্ত গরম হয়ে ওঠা। হ্যাঁ, দেশ দু'টি শুধু চিরপ্রতিদ্বন্দ্বী নয়, চিরশত্রুও। তাই ক্রিকেটের ২২ গজের মোকাবিলাতেও আবারও সাজ সাজ রব। আজ রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপে সালমান আগার দলের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত সূর্যকুমার যাদবের ভারত।

এ যেন আগ্নেয়াস্ত্রের বদলে হাতিয়ার বল এবং ব্যাট! এই ম্যাচ নিছকই খেলা নয়, চোখ রাঙানোর মঞ্চও বটে। শুভমান গিল-যশপ্রীত বুমরাহরা তা ছেলেবেলা থেকেই জানেন। তাই দুবাইয়ের আবহাওয়ার মতোই তেতে রয়েছেন তারা। আর তা থাকারই কথা। কারণ, সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সে তুলনামূলক পিছিয়ে পাকিস্তান। তাই সেই ধারা বজায় রাখতে চায় টিম ইন্ডিয়া।

ভারত-পাকিস্তান ম্যাচ যে হাইভোল্টেজ, তা আর বলার অপেক্ষা রাখে না। জেতার জন্য স্ট্র্যাটেজির কচকচানি নয়, প্রয়োজন বিপক্ষকে তছনছ করে দেওয়ার মানসিকতা। আর এই জায়গাতেই এগিয়ে ভারত। হার্দিক পান্ডিয়া-কুলদীপ যাদবদের বাড়তি মোটিভেশন জোগাতে পারে প্রতিপক্ষের বিপক্ষে নিকট অতীতের বেশ কয়েকটি বড় জয়।

টিম ইন্ডিয়ার ভরসা বিধ্বংসী অভিষেক শর্মা ও নির্ভরযোগ্য শুভমান গিল। যে কোনও দিন নায়ক হওয়ার ক্ষমতা রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলের। আট নম্বর পর্যন্ত মারকাটারি ব্যাটার। আর বোলিং? সাদা বলের গোলায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দিতে পারেন বুমরাহ-শিবম দুবেরা।

আর পিচ যদি স্পিন সহায়ক হয়, তাহলে তো কথাই নেই। ঘূর্ণির মায়াজালে বিরোধী শিবিরকে নাচাতে সক্ষম কুলদীপ যাদব-বরুণ চক্রবর্তীরা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি চায়নাম্যান বোলার। হাত দেখে তাঁর বল বুঝতে পারছেন না ওয়াসিম আকরামের মতো বিশেষজ্ঞ। বরুণের মোকাবিলা করা একই রকম কঠিন।

অন্যদিকে, এবারের পাকিস্তান দল বেশ সাদামাটা। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকাকে ছেঁটে ফেলে এশিয়া কাপে এসেছে তারা। ওমানের বিরুদ্ধে জিতলেও মোটেই অপ্রতিরোধ্য মনে হচ্ছে না পাকিস্তানকে। প্রথম ম্যাচে মোহাম্মদ হ্যারিস রান পেলেও কেউকেটা নন। দলপতি সালমান আগা তো প্রথম বলে ডাগ আউটে ফিরে আত্মবিশ্বাস হারিয়েছেন।

পাকিস্তানের বোলিং অনেকটাই নির্ভর বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির উপর। তবে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার প্রভাব তাঁর পারফরম্যান্সে প্রকট। এই ম্যাচে তাই তিন স্পিনার সুফিয়ান মুকিম, আরবার আহমেদ ও সাইমকে দিয়েই ভারতকে রোখার চেষ্টা করতে পারে পাকিস্তান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন