ঢাকা      রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
শিরোনাম

লন্ডনজুড়ে প্রতিবাদ মিছিল, পুলিশকে লাথি-ঘুষি বিক্ষোভকারীদের

IMG
14 September 2025, 4:18 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিক্ষোভ ছড়িয়ে পড়েছে লন্ডনের রাস্তায়। হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন, সমবেত কণ্ঠে একটাই দাবি। সরকারি নিয়মের বিরুদ্ধে সবাই সোচ্চার। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যত হলে বিক্ষোভকারীরা লাথি-ঘুষি মেরেছেন।

লন্ডনের এই বিক্ষোভ মূলত হয় গতকাল শনিবার। যার অন্যতম হোতা ছিলেন টম রবিনসন। তিনি অতি-দক্ষিণপন্থী নেতা হিসেবেই পরিচিত। তার এক ডাকেই হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পথে নেমেছিলেন। স্লোগান দিয়েছেন, 'আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও'। নিজেদের দেশে দাঁড়িয়ে কেন এই স্লোগান ইংরেজদের গলায়?

জানা গেছে ক্ষোভ মূলত অভিবাসন নীতি নিয়ে। অভিযোগ, দিনে দিনে বাড়তে থাকা অবৈধ অভিবাসনের ফলে দিনে দিনে যেন তারা নিজেদের দেশেই সংখ্যালঘু হয়ে যাচ্ছেন। অন্যান দেশের লোকজন, বিশেষ করে যেসব দেশ কোনও এক সময়ে ইংরেজদের উপনিবেশ ছিল, সেখানকার বাসিন্দারা লন্ডন দাপিয়ে বেড়াচ্ছেন অনায়াসে।

এই বিষয়ে ক্ষোভ নতুন নয়। বারে বারে অল্প-বিস্তর ক্ষোভের প্রকাশ ঘটেছে। তবে শনিবারের প্রকাশের আকার ছিল বিশাল। লক্ষাধিক মানুষ অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নেমেছিলেন। আবার একই দিনে নীতির সমর্থনেও বহু মানুষ একেবারে পাল্টা কর্মসূচি নিয়ে পথে নামেন। দুই পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়।

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পুলিশকেই লাথি-ঘুষি মারেন। ইউনাইট দ্য কিংডম নামের ওই কর্মসূচির বিক্ষোভকারীদের প্রতি অভিযোগ তেমনটাই। বিক্ষোভ সামাল দিতে গিয়ে অন্তত ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ইতিমধ্যে এ ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার ম্যাট টুইস্ট জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচিতে বহু মানুষ যেমন নিজেদের বৈধ বিক্ষোভ দেখানোর অধিকার নিয়ে পথে নেমেছিলেন, তেমন অনেকেরই লক্ষ্য ছিল সহিংসতা। এর আগেও উত্তাল হয়েছিল লন্ডন। সেখানকার এক একটি শহরতলিতে ১৪ বছর বয়সী এক কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত এক ইথিওপীয় ব্যক্তিকে গ্রেপ্তারের পর সাম্প্রতিককালে আশ্রয় প্রার্থীদের আবাসস্থলে থাকা হোটেলগুলির বাইরে অসংখ্য অভিবাসী-বিরোধী বিক্ষোভের সাক্ষী থেকেছে লন্ডন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন