ঢাকা      মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

মাইলস্টোন ট্র্যাজেডি: সুস্থ রোহান

IMG
16 September 2025, 1:44 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্ব/স্তের ঘটনায় গুরুতর দ/গ্ধ হওয়া শিক্ষার্থী রোহান (১৪) সুস্থ হয়ে উঠেছে, বাকিরাও শঙ্কামুক্ত। গতকাল
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন জানান, ৪৫ শতাংশের বেশি দগ্ধ নিয়ে ভর্তি হওয়া রোহান এখন সুস্থ। ছাড়পত্র দেওয়ার আগে দুপুর দেড়টার দিকে ইনস্টিটিউটের পরিচালক তার অফিস কক্ষে রোহানের চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি নিয়ে একটি ব্রিফিং করেন।

রোহান ছাড়পত্র পাওয়ার পরও ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকবেন আরও ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। সবাই এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিচালক। এর আগে, গত ৩ সেপ্টেম্বর পাঁচ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু বার্ন ইনস্টিটিউটেই ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর সেখানে ভর্তি হয়েছিলেন ৫৭ জন। তাদের মধ্যে একজনকে পাঠানো হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

বাকিরা চিকিৎসা শেষে ইতোমধ্যেই বাসায় ফিরেছেন। নিহতদের মধ্যে অধিকাংশই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষকও প্রাণ হারান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন