ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: কুমিল্লার লালমাইয়ে সাবেক স্ত্রীকে নির্যাতনের জেরে খুন হয়েছেন দুলাল নামে এক ব্যক্তি। এ ঘটনায় জড়িত মূলহোতা হাসেমসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, নিহত দুলালের স্ত্রী ফাতেমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল হাসেমের। পরে ফাতেমা দুলালকে ডিভোর্স দিলেও সাবেক স্বামীর হয়রানি বন্ধ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে পরিকল্পনা করেন হাসেম। গত ১০ সেপ্টেম্বর তিনি দুলালকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
র্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মূলহোতা হাসেমসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় আবুল কালামকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে একই ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা নয়ন পিয়াসসহ ছয়জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com