ঢাকা      বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

IMG
17 September 2025, 2:59 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ৪৯টি কম্পিউটার এবং ৪৯টি প্রিন্টার প্রদান করেন।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। আইজিপি রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। তিনি চীনের সাথে পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতকালে চীনের রাষ্ট্রদূত দেশে বিভিন্ন প্রকল্পে কর্মরত চীনের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে আইজিপির সহযোগিতা কামনা করেন। আইজিপি এক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় চীন দূতাবাস এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া ও পিআর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন