স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, ওয়ানডে সিরিজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফর নিশ্চিত করে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর । সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে ২০ এবং ২৩ অক্টোবর।
ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে ২৭ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত এবং শ্রীলংকায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফর সূচি :
প্রথম ওয়ানডে : ১৮ অক্টোবর (ঢাকা)
দ্বিতীয় ওয়ানডে : ২০ অক্টোবর (ঢাকা)
তৃতীয় ওয়ানডে : ২৩ অক্টোবর (ঢাকা)
প্রথম টি-টোয়েন্টি : ২৭ অক্টোবর (চট্টগ্রাম)
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৩০ অক্টোবর (চট্টগ্রাম)
তৃতীয় টি-টোয়েন্টি : ১ নভেম্বর (চট্টগ্রাম)
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com