স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।
১৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কয়েকদিন আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশ দল কলম্বোর ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে অনুশীলন করে। এরপর হোটেলে ফিরে সুইমিংপুলে রিকোভারি সেশনে অংশ নেন দলের খেলোয়াড়রা।
এদিন মিডিয়া সেশনে অংশ নেন বাংলাদেশ দলের গোলকিপার প্রশিক্ষক আরিফুর রহমান পান্নু ও গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com