নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশজ সংস্কৃতি ও স্থানীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। উদ্ভাবন ভিত্তিক কৌশল, সবুজ প্রবৃদ্ধি এবং স্থানীয় সম্পদ ও সক্ষমতার কার্যকর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর-পশ্চিম চীনের কানসু ও ছিংহাই প্রদেশ সফরকালে তিনি এসব কথা বলেন।
কানসু প্রদেশে ল্যানচৌ ইনস্টিটিউট অব ফিজিক্সের আওতাধীন একটি মহাকাশ শিল্প পার্ক পরিদর্শন করেন তিনি। এসময় গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধির আহবান জানান লি ছিয়াং। পাশাপাশি হোয়াংহ্য নদীর বনায়ন ও পরিবেশ সুরক্ষা নিয়েও খোঁজ নেন তিনি।
অন্যদিকে, ছিংহাই প্রদেশের রাজধানী শিনিংয়ে তিনি পরিদর্শন করেন চায়না ইউনিকম সানচিয়াং ইয়ুয়ান ন্যাশনাল বিগ ডেটা বেস এবং একটি ক্লিন এনার্জি ও গ্রিন কম্পিউটিং ডিসপ্যাচিং সেন্টার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com