ঢাকা      বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বাংলাদেশে এয়ারপ্লেন অ্যামেনিটি ব্যাগ-কিট তৈরি করবে চীনা কোম্পানি

IMG
17 September 2025, 11:09 PM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশে এয়ারপ্লেন অ্যামেনিটি ব্যাগ ও কিট তৈরি করবে চীনা কোম্পানি কেএমকে ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে এক কোটি ৮৬ লাখ ডলার। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) দেশের শিল্প খাতে বৈচিত্র্য আনতে প্রথমবারের মতো এয়ারপ্লেন অ্যামেনিটি ব্যাগ ও কিট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছে। চীনা প্রতিষ্ঠান কেএমকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে। এতে এক হাজার ২৩১ জন বাংলাদেশি নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এয়ারপ্লেন অ্যামেনিটি ব্যাগ হলো উড়োজাহাজে যাত্রীদের দেওয়া একটি ছোট ব্যাগ বা কিট। এতে টুথব্রাশ, টুথপেস্ট, চোখ ঢাকার মাস্ক, কানের প্লাগসহ প্রয়োজনীয় টুকিটুকি ব্যক্তিগত জিনিস থাকে, যা যাত্রীরা দীর্ঘ ফ্লাইটের সময় ব্যবহার করেন।

বিনিয়োগের বিষয়ে গত রোববার বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং কেএমকে ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের চেয়ারম্যান উ ইউসিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন