ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

IMG
04 October 2025, 12:21 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে মাঝপথে পথ হারিয়ে বসেছিল বাংলাদেশ। তবে শেষমেশ দলকে ঠিকই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে পেয়েছিলেন সঙ্গী হিসেবে। শুক্রবার পেলেন শরিফুল ইসলামকে।

৩১ বলে ৩১ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। আর তাতেই কাজটা হয়ে গেল। ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। বাংলাদেশের পক্ষে ৩৩ রান করেন শামীম হোসেন। অধিনায়ক জাকের আলী অনিকের ব্যাট থেকে আসে ৩২ রান।

শরীফুল ইসলাম ৬ বলে ২ বাউন্ডারিতে হার না মানা ১১ রান করেন। বোলিংয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট পান ম্যাচ সেরা শরীফুল। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ২৩ রানে ৪ উইকেট শিকার করেন।

এর আগে, বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি আফগানিস্তান। ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে তারা। ওপেনার ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৩৮ রান করেন। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার আফগানিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারায় লাল-সবুজের দল। আগামীকাল রোববার রাত সাড়ে আটটায় তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু'দল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন