স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে আগামীকাল রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ভারত জিতে এবারের বিশ্বকাপ শুরু করেছে। আর পাকিস্তান প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশের কাছে। প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ।
একদিনের ফরম্যাটে অতীতে কখনই পাকিস্তান হারাতে পারেনি ভারতকে। বিশ্বকাপে তারা যে দল নিয়ে এসেছে, তাতে এবারও ভারতকে হারানোর সম্ভাবনা কম। বাংলাদেশের কাছে পাকিস্তানের হারই তা অনেকটা প্রমাণ করে দিয়েছে।
ভারতের শক্তি দলের ওপেনিং জুটি। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১৪ রানের জুটি হয়েছে ঠিকই। কিন্তু বিশ্বকাপে নামার আগে স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়াল রান করেছেন। ১৪টি ইনিংসে ১,০৮৬ রান এসেছে তাদের জুটি থেকে। তার মধ্যে ছয়টি ৫০ এবং চারটি ১০০ রানের জুটি হয়েছে। বিশ্বের একমাত্র ওপেনিং জুটি হিসেবে এ বছর ১০০০ রান পেরিয়েছেন তারা। ঘরের মাঠে ৭০১ রান করেছেন। গড় ১১৬.৮৩। বোঝাই যাচ্ছে, পাকিস্তানের সবচেয়ে বড় মাথাব্যথা ভারতের ওপেনিং জুটি।
উপমহাদেশের পিচে স্পিনাররাই আসল ভূমিকা নেন। ভারত এই বিভাগেও এগিয়ে। প্রথম ম্যাচে ভারতের স্পিনাররা আট উইকেট নিয়েছেন। দীপ্তি শর্মা এবং স্নেহ রানার বোলিং ভারতের সুবিধা করে দেবে। সঙ্গে রয়েছেন শ্রী চরণীও। এ বছর মহিলাদের দলে অন্যতম সেরা আবিষ্কার তিনি।
তবে পাকিস্তান বাংলাদেশের কাছে হারলেও চমক দেওয়ার ক্ষমতা রাখে। মুনিবা আলি, আলিয়া রিয়াজ়ের মতো ক্রিকেটার রয়েছেন, যাঁরা দরকারের সময় ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন।
ফাতিমা সানার অধিনায়কত্বও তাদের বাড়তি সুবিধা পাইয়ে দিতে পারে। মাত্র ২২ বছর বয়সে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রথম ম্যাচে দল হারলেও তিনি নিজে ভালো ব্যাটিং এবং বোলিং করেছেন। বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। একটি সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com