ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হানি ট্রাপের শিকার ভিকটিম উদ্ধার, নারীসহ চারজন গ্রেপ্তার

IMG
05 October 2025, 3:05 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে হানি ট্রাপের শিকার এক ভিকটিমকে উদ্ধার এবং নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

এর আগে, শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন: রংপুরের পীরগাছা থানার তালুকো গ্রামের মোঃ জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার সতাং গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে মোঃ জয়নাল (২৫), ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯) এবং শেরপুরের নকলা থানার নাইরোন খোলা বাজার‌ এলাকার মোঃ বজলুর মিয়ার ছেলে মোঃ কাওসার হোসেন কনক (২০)।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন