শরীফুল ইসলাম, সাভার: ভালোবাসার টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন মার্কিন নাগরিক জং মিয়ং শিন। ভাষা, সংস্কৃতি ও ধর্ম ভিন্ন হলেও তাদের একত্র করেছে প্রেম। বিয়ে করেছেন বাংলাদেশের তরুণী জেবিন আরাকে। তাকে নিয়েই রচনা করতে চান সুখের নীড়।
মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য কোরিয়ান বংশোদ্ভূত জং পেশায় মিয়ং শিন বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তার সঙ্গে প্রথম পরিচয় হয় ঢাকার সাভারের আনন্দপুর মহল্লার বাসিন্দা কলেজ ছাত্রী জেবিন আরার সঙ্গে। প্রেম থেকে পরিণয়। অতঃপর বিয়ে।
বাংলাদেশী তরুণীর মন জয় করতে বেশ কিছু শর্ত মানতে হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আটলান্টিক সাগর পাড়ের শহর মায়ামির বাসিন্দা ৩৮ বছরের জং মিয়ং শিনকে। ধর্মান্তরিত হয়ে গ্রহণ করেছেন ইসলাম। শিখেছেন একটু-আধটু বাংলাও।
বিয়েতে দেনমোহর ধার্য করা হয়েছে ৫০ লাখ টাকা। আবেগে নয়, বরং বিবেক খাটিয়ে বরের সম্পর্কে খোঁজ-খবর নিয়েই মেয়েকে ভিনদেশী পাত্রের হাতে তুলে দিয়েছেন জেবিনের বাবা-মা।
সব ঠিক থাকলে জেরিন আরাকে নিয়েই অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান জং মিয়ং শিন। সেখানেই গড়তে চান সুখের সংসার।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com