ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

IMG
06 October 2025, 12:08 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। শারজায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানদের ৬ উইকেটে হারায় তারা। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থাকেন সাইফ হাসান।

আফগানদের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ সাবধানি ছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে মুজিব উর রহমানের মেডেন তার জ্বলন্ত প্রমাণ। যদিও দ্বিতীয় ওভার থেকেই মারমুখী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন।

পঞ্চম ওভারে উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। অভিষিক্ত বশির আহমেদ আফগানদের প্রথম আনন্দ এনে দিতে পারতেন তানজিদকে ফিরিয়ে। মিড অনে ক্যাচ তুলেছিলেন তানজিদ। রশিদ খান ডাইভ দিয়ে এক হাতে ক্যাচটা প্রায় নিয়েছিলেন। কিন্তু মুঠোবন্দি করতে পারেননি। যদিও পরের ওভারেই সাজঘরে ফেরেন পারভেজ।

প্রথম উইকেটের পতনের পর সাইফের সঙ্গে জুটি গড়েন তানজিদ হাসান। বাংলাদেশ ওপেনার ৩৩ রানে ফিরলে জাকের আলীকে সঙ্গী করেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩২ রান করা উইকেটরক্ষক ব্যাটার এদিন করতে পারেন কেবল ১০ রান। এরপর ডাক মেরে ফেরেন শামীম পাটোয়ারী।

শামীম যখন ফেরেন, তখন বাংলাদেশের রান ১০৯। তখনো বন্দরে পৌঁছাতে কিছুটা পথ বাকি। তবে সবকিছু ঠান্ডা মাথায় সামাল দেন সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। যাতে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। শেষদিকে তাকে সঙ্গ দেন আগের দুই ম্যাচের ফিনিশার নুরুল হাসান সোহান।

এর আগে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে থামান নাসুম আহমেদ। ক্যাচ আউট হয়ে ফেরার আগে তিনি করতে পারেন কেবল ১২ রান।

তিনে নেমে ভালো শুরু পেয়েছিলেন সেদিকুল্লাহ অটল। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৩ বলে ২৮ রান করা এই টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবিরা দ্রুতই ফিরেছেন। তাতে ৮২ রানেই ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান।

ষষ্ঠ ওভারে আক্রমণে এসে শেষ বলে উইকেট নেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এরপর দুই স্পেলে করা আরও দুই ওভারে একটি করে উইকেট নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার। তার নৈপুণ্যে মনে হচ্ছিল, আফগানিস্তানকে গুটিয়ে দেবে বাংলাদেশ।

কিন্তু শেষের হতাশায় সেটি সম্ভব হয়নি। তবু আফগানিস্তানের সংগ্রহ অবশ্য বেশি বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে তারা।

দুর্দান্ত বোলিং করলেও অবশ্য পুরো ৪ ওভার পাননি সাইফ উদ্দিন। ৩ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন এই অলরাউন্ডার। তার শেষ ওভারে জাকের আলি অনিকের গ্লাভসের সামনে বল পড়ায় অল্পের জন্য আরেকটি উইকেট পাননি সাইফ উদ্দিন। সাইফ উদ্দিনের ৩ উইকেট ছাড়াও নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন