ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

প্রতারণা: মশিউর সিকিউরিটিজের সঙ্গে লেনদেন না করার পরামর্শ ডিএসইর

IMG
06 October 2025, 1:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বিনিয়োগকারীদের মশিউর সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ার লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) কার্যক্রম স্থগিত করার পর এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।

রবিবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, মশিউর সিকিউরিটিজের বর্তমান গ্রাহকদের শেয়ার অন্য ট্রেডিং কোম্পানিতে স্থানান্তর করতে হবে। শেয়ার স্থানান্তরের জন্য বিনিয়োগকারীদের সিডিবিএল ফরম–১৬ পূরণ করে আবেদন করতে হবে। যদি কোনো পাওনা অর্থ বা শেয়ার প্রাপ্য থাকে, তবে আগামী ৩০ অক্টোবর ২০২৫–এর মধ্যে ডিএসইর ওয়েবসাইট থেকে অভিযোগ ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে।

ফরমের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন পোর্টফোলিও ইত্যাদি সংযুক্ত করে আবেদন পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়— চিফ রেগুলেটরি অফিসার, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ডিএসই টাওয়ার, হোল্ডিং নং ৪৬, রোড নং ২১, নিকুঞ্জ–২, ঢাকা–১২২৯।

গ্রাহকরা প্রয়োজনে ইনভেস্টর কমপ্লেইন্টস, আরবিট্রেশন অ্যান্ড লিটিগেশন বিভাগে যোগাযোগ করতে পারবেন।

ফোন: ০২–৪১০৪০১৮৯ (এক্সটেনশন ১৬৪১–১৬৪৫)

মোবাইল: ০১৭১৩–২৭৬৪১৫, ০১৭১৩–৩৬৯৩৬৩, ০১৭১৩–৪২৫৮৩১, ০১৭৩০–৩৩১৮৬৬

ই–মেইল: icald@dse.com.bdbd

ডিএসই জানায়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এবং সঠিক সময়ে তথ্য নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিটি বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোট ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এর মধ্যে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা গ্রাহকের কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট (সিসিএ) থেকে এবং ৯২ কোটি ৩৫ লাখ টাকা শেয়ার বিক্রির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।

দেশের মূলধনবাজার ইতিহাসে এটিই কোনো একক ব্রোকারেজ প্রতিষ্ঠানের সর্ববৃহৎ প্রতারণার ঘটনা বলে ধারণা করা হয়।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, মশিউর সিকিউরিটিজ ছিল দেশের অন্যতম বৃহৎ ব্রোকারেজ হাউস, যার মোট বিও অ্যাকাউন্ট প্রায় ২ লাখ এবং এর মধ্যে সক্রিয় ছিল প্রায় ৪৪ হাজার।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন