শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়ার পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, দুপুরে ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নাই। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com