স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচন চলছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন বিসিবির নির্বাচিত পরিচালকরা।
এর আগে, পরিচালনা পর্ষদের নির্বাচন হোটেল সোনারগাঁওয়ে আজ সকাল ১০টায় শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। এরপর রাত নয়টায় ফলাফল ঘোষণা করা হবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com