ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পলমল গ্রুপের পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

IMG
06 October 2025, 3:44 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, কারখানায় প্রায় ৪ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার দোতলায় ১১ টা ৪০ মিনিটের দিকে আগুনের উপস্থিতি টের পান কর্মরত শ্রমিকরা। সাথে সাথে আগুন লাগার সংবাদ পুরো কারখানায় ছড়িয়ে পরে। তাৎক্ষণিক কারখানার সকল গেট খুলে দিয়ে শ্রমিকদের বের করে দেয় কতৃপক্ষ।

জানা গেছে, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

জিরাবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম বলেন, 'আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।'

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিস ওই কারখানায় আগুনের খবর পায় ১২ টা ১৯ মিনিটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জোন-৪-এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি, জিরাবো ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন