ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

‘জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন’ নিয়ে যা বললেন সালাহউদ্দিন আহমেদ

IMG
06 October 2025, 4:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশনকে গণভোট আয়োজনের নির্দেশ দিতে পারে সরকার। আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত 'গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

এ সময় সালাহউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোট দেওয়া জনগণ দু'টি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান, তাদের সুবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন তিনি। ভোরে ফ্যাসিবাদি গোষ্ঠীর মিছিলের ছবি অথবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার দ্রুত করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর চর্চা হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন