স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আনূষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হলেও সূত্র জানিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিসিবির সদ্য সাবেক এই সভাপতি।
বিসিবির নির্বাচন থেকে তামিম ইকবাল সরে যাওয়ায় সভাপতি পদে বুলবুলের জয় অনেকট নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি পদে বুলবুলের বিরুদ্ধে প্রার্থীই ছিলেন না কেউ। তাই ফাঁকা মাঠে গোল দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
একই দিন ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন বুলবুল। ঢাকা বিভাগের কাউন্সিলরদের ১৫টি ভোট পেয়ে পরিচালক হন তিনি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com