স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিবির পরিচালকদের ভোটে সহসভাপতি (এক) নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।
তিনি বরিশাল বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের (ক্রিকেট পর্যটন বিষয়ক) উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাখাওয়াত হোসেন। তিনি একজন পর্যটন খাত বিশেষজ্ঞ।
বিসিবির সহসভাপতি (দুই) নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি গত বছরের আগস্টে বিসিবির সভাপতি হয়ে গত মে মাসে দায়িত্ব হারান। গুঞ্জন ছিল বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সহসভাপতির দায়িত্ব পাবেন। তার জায়গায় চমক হয়ে এসেছে শাখাওয়াতের নাম।
এর আগে, সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিসিবি পরিচালক পদের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। পরে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com