শরীফুল ইসলাম, সাভার: ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। গতকাল সোমবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক হেমায়েতপুর শাখার গ্রাহকরা। এতে নারী ও পুরুষ গ্রাহকরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকরা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে প্রায় ৭ হাজার লোক নিয়োগ দিয়েছে। সেই নিয়োগপত্র বাতিল ও পাচারকৃত অর্থ বিদেশ থেকে ফেরত আনার দাবিতে তারা এই মানববন্ধন করছেন।
এসময় তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com