শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়া থেকে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের নিকট থেকে ভারতীয় ভিসা লাগানো পাসপোর্টসহ নগদ টাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন তার লোকজন নিয়ে আশুলিয়ার নবীনগর এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মোহাদ্দেসসহ পাঁচজনকে আটক করে।
আটককৃতরা সবাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা হত্যা মামলার আসামী।
এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের ধামরাই ধানায় হস্তান্তর করা হয়েছ।
গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস আরাফাতুল ইসলাম।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com