ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পাঁচ বছর পর বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

IMG
07 October 2025, 2:31 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র৷ সচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার পক্ষে নেতৃত্বে ছিলেন সফররত তুর্কি পররাষ্ট্র সচিব এ. বেরিস অ্যাকেঞ্জি। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোতে আগ্রহ ছিল ঢাকার।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা বাড়ায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে ডি এইট, ওআইসি, জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থন দেয়াসহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহযোগিতার আবারো আহ্বান জানায় ঢাকা।

এর আগে, সফরের প্রথম দিনে তুরস্কের পররাষ্ট্র সচিব দেশের তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি আলাদাভাবে সাক্ষাৎ করেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে। বৈঠকের পর বেরিক অ্যাকেঞ্জি সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন