ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর

IMG
07 October 2025, 3:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুর সফরে দেশটির একাধিক মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এসময় তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

গত ৩ অক্টোবর তিনি পৃথকভাবে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং, পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং শ্রমবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশের সঙ্গে তাদের কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

দেশটির বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফুরের আমন্ত্রণে গত ৫ অক্টোবর সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে আয়োজিত উচ্চ পর্যায়ের নৈশভোজে অংশ নেন লুৎফে সিদ্দিকী।

সেখানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের শ্রম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. তান সি লেং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্যান শিউ হুয়াং এবং পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী মুরালি পিল্লাই।

এছাড়াও তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং, সাবেক প্রধানমন্ত্রী লি হসিয়েন লুং, উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ইন্দ্রাণী রাজাহ এবং জাতীয় উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালভিন তানের সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের চলমান পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন।

একই অনুষ্ঠানে সিঙ্গাপুরে বেসরকারি খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। তাদের মধ্যে ছিলেন ু রে ডালিও, গ্র্যাব-এর সিইও অ্যান্থনি তান, অ্যান্টলার-এর সিইও ম্যাগনাস গ্রিমেল্যান্ড, জিআইসি-এর সিইও লিম চৌ কিয়াত, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ (এসজিএক্স)-এর সিইও লো বুন চিয়ে, এভারকোর-এর এশিয়ার চেয়ারম্যান কিথ ম্যাগনাস এবং ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অনিন্দ্য বক্রি।

সফরের শেষ দিনে তিনি এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের চেয়ারম্যান লি চুয়ান টেক, পিএসএ (বন্দর)-এর আঞ্চলিক সিইও ভিনসেন্ট এনজি এবং পেপাল-এর আঞ্চলিক প্রধান আমির ভালিয়ানি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বিশেষ দূত এই সুযোগে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের তথ্য সরাসরি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সরকারি-বেসরকারি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। তিনি বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গাপুরের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘তরুণ ও পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। সেখানে সংস্কার কার্যক্রম চলছে, অর্থনীতিতে বৈচিত্র্য আনা হচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল উদ্ভাবন ও যোগাযোগ খাতে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আগামীর প্রবৃদ্ধি ও উন্নয়ণে সিঙ্গাপুর ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষ দূত সিদ্দিকী অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর ঝুঁকি তুলে ধরেন, বিশেষ করে নির্বাচন আয়োজনের প্রস্তুতির সময়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তিনি বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন ই-পাসপোর্ট বায়োমেট্রিকসের অ্যাপয়েন্টমেন্ট ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও সময় লাগত চার মাসেরও বেশি। তখন ১২ হাজারের বেশি আবেদন জমে গেছিল।

এছাড়া, সরাসরি হাইকমিশনে উপস্থিত হয়ে ওয়ার্কভিসা (আইপিএ) অনুমোদন নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করা হয়েছে। এতে বাংলাদেশি কর্মী ও তাদের নিয়োগদাতাদের ওপর চাপ কমেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে কাজ করে এসব সমস্যার সমাধান করছেন বিশেষ দূত সিদ্দিকী।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন