ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ময়লার গাড়ি বন্ধ করে চালকদের মানববন্ধন

IMG
07 October 2025, 3:55 PM

শরিফুল ইসলাম, সাভার: ঢাকার সাভারে বিভিন্ন দাবিতে ময়লার গাড়ি বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাড়ি চালকরা। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরের পাশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার জোনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় সেখানে শত শত ময়লার ট্রাকে চালকরা ময়লা না ফেলে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ময়লা না ফেলায় মহাসড়কের পাশে গাড়িগুলো রাখায় ওই এলাকায় চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পথচারী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি চালকরা জানান, ঢসকা উত্তর সিটি করপোরেশনের ময়লার জন্য সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না। সড়ক পিচ্ছিল হওয়ায় যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য তারা সেখানে ময়লা নিয়ে যেতে পারছেন না। দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। তবে এ ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোন কর্মকর্তা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন