ঢাকা      মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় গার্মেন্টস কারখানার ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

IMG
07 October 2025, 4:05 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত ৫ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ফ্যাক্টরি ম্যানেজারের নাম তাওস খান জনি। তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন এ্যাপারেলন্স লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার।

আহত ফ্যাক্টরি ম্যানেজারের ছেলে তানভীর খান তুহিন বলেন, ৫ অক্টোবর বিকেলে তার বাবা কারখানা থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এসময় তিনি বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দেশীয় অস্ত্রধারী যুবক তার মোটর সাইকেল আটক করে তাকে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে মৃত ভেবে তার সঙ্গে থাকা নগদ ৪২ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

পরে গতকাল সোমবার রাতে স্থানীয় আবু সামা মৃধাকে প্রধান আসামী করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। আহত ওই ফ্যাক্টরি ম্যানেজার বলেন, ওই এলাকার কয়েকজন তাদের কারখানা থেকে ঝুট ব্যবসা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি ঝুট না দেওয়ায় তাকে কুপিয়েছে তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন