স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেলে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভার শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান।
৪৬ রানে অপরাজিত রয়েছেন সোবহানা মোশতারী। ওপেনার শারমিন আক্তার করেছেন ৩০ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরেছেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com