স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭৮ রানে অলআউট করে ইংল্যান্ড। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংলিশ মেয়েরা।
ম্যাচ সেরার পুরস্কার জেতা হিথার নাইট তিন নম্বরে নেমে খেলেন ৭৯ রানের অপরাজিত ইনিংস। ১১১ বল মোকাবিলায় তিনি মারেন আটটি চার ও একটি ছক্কা। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে চার্লি ডিনের সঙ্গে তিনি যোগ করেন ১০০ বলে ৭৯ রান। তাদের আলাদা করার কোনো উপায় খুঁজে পায়নি বাংলাদেশ। ডিন দু'টি চারেরে সাহায্যে ৫৬ বলে করেন অপরাজিত ২৭ রান।
টিভি আম্পায়ারের দু'টি বিতর্কিত সিদ্ধান্ত যায় হিথার নাইটের পক্ষে। প্রথমবার মারুফা আক্তারের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে তার বিপক্ষে কট বিহাইন্ডের আবেদনে আউট দেন মাঠের আম্পায়ার। তবে তিনি রিভিউ নিলে আলট্রাএজে বল ব্যাটে লাগার 'যথেষ্ট প্রমাণ না পাওয়া'য় ভারতের টিভি আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালান সেই সিদ্ধান্ত পাল্টে করেন নট আউট।
শূন্য রানে বেঁচে যাওয়া হিথার নাইট আবার জীবন পান ফাহিমা খাতুনের দ্বিতীয় ও ইনিংসের ১৫তম ওভারে। সে সময় ১৩ রানে খেলছিলেন তিনি। এক্সট্রা কভারে স্বর্ণা আক্তার দারুণভাবে ক্যাচ নিলেও মাঠের আম্পায়ার দ্বিধায় থাকায় দ্বারস্থ হন টিভি আম্পায়ারের। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেও নিশ্চিত হতে পারেননি ভেনুগোপালান। তবে বল মাটিতে লাগার 'যথেষ্ট প্রমাণ না পাওয়া' সত্ত্বেও এবার তিনি আগের নট আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংলিশরা। চার নম্বরে নামা সোবহানা মুশতারির ফিফটি (৬০) এবং রাবেয়া খানের অপরাজিত ৪৩ রানে ১৭৮ রান পর্যন্ত পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা।
ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সোফি একেলস্টোন। দু'টি করে উইকেট নেন লিনসে স্মিথ, চার্লি ডিন এবং অ্যালিস ক্যাপসি।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com