ঢাকা      বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আফগানিস্তানের বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ

IMG
08 October 2025, 9:14 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবুধাবিতে আজ বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে দিন-রাতের এই ম্যাচ।

মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা।

এশিয়া কাপের ব্যর্থতার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বাজে রেকর্ডকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের লড়াইয়ে বাজিমাত করে টাইগাররা।

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে টি-টোয়েন্টিতে টানা চার সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। আফগানদের আগে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারায় টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। সব ম্যাচেই রান তাড়া করে জয় পায় তারা। প্রথম ম্যাচ ৪ উইকেটে জয়ের পর শেষ দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ উইকেটে জেতে টাইগাররা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে টাইগাররা। ৮ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান।

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।

আফগানিস্তানের পর ওয়ানডে ফরম্যাটে আরও দুই সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এছাড়া গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন