ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নোভা মিউজিক সাইটে জড়ো হয়েছিলেন বহু মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর এই জায়গাতেই গানের অনুষ্ঠান চলাকালে আক্রমণ চালিয়েছিল হামা/স। এক হাজার ২০০ মানুষকে হত্যা করা হয়েছিল। এরপর পিকআপ ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বহু মানুষকে। যাদের অনেকে এখনও হামাসের হাতে বন্দি। এদিন ওই ঘটনায় নিহ/তদের পরিবারের বহু মানুষ নোভা মিউজিক সাইটে জড়ো হন।
এদিকে, সোমবারের পর গতকাল মঙ্গলবারও মিশরে হামাস এবং ইসরাইলের মধ্যে চলা শান্তি আলোচনা হয়েছে। তবে হামাস এবং ইসরাইলের প্রতিনিধিরা এখনও সরাসরি নিজেদের মধ্যে আলোচনা করেননি। মিসর এবং কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। মঙ্গলবারের আলোচনাও ফলপ্রসূ হয়েছে বলে দাবি করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com