শরীফুল ইসলাম, সাভার: শেখ হাসিনা পালায় না। কিন্তু একদিনে চৌদ্দগোষ্ঠীসহ ভারতে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে অন্তবর্তীকালীন সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় যাবে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে আসবেন এবং তাকে লাখ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।
বিগত আওয়ামী লীগ সরকার বিএনপি'র নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছে বলেও অভিযোগ করেন আমান উল্লাহ আমান। ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইবনে আমান অমিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com