ঢাকা      বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২০২১৯৫

IMG
08 October 2025, 12:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। নতুন দামে প্রতি ভরি (প্রায় ১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে দুই লাখ দুই হাজার ১৯৫ টাকা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আজ থেকে নতুন এই দাম কার্যকর হবে।

দেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কেবল সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৬ হাজার টাকার বেশি বেড়েছে।

স্বর্ণ শিল্পে যুক্ত সূত্রগুলো, এর পেছনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতিকে দায়ী করছেন।

দুর্গাপূজা ও শীতের আগে সাধারণত অলঙ্কার বিক্রি সবচেয়ে বেশি হলেও ব্যবসায়ীরা জানাচ্ছেন, ক্রেতা কমছে।

ঢাকার বেশ কয়েকজন জুয়েলারি ব্যবসায়ী জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের বিক্রি অর্ধেকে নেমে এসেছে।

বাংলাদেশে স্বর্ণের আমদানি খুব বেশি না হলেও, দেশের বাজারে স্বর্ণের দাম বৈশ্বিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন