নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম এক ভিডিও বার্তায় দাবি করেছেন, সাগরে জাহাজ আটকে তাকে অপহরণ করেছে ইসরাইলি বাহিনী। আজ বুধবার বাংলাদেশ সময় সোয়া ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি।
এতে তিনি বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তবে বুঝতে হবে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও। ফেসবুক পোস্টে জাহাজটি আটকানোর স্থান, সময় বা শহিদুল আলমের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
এদিকে, এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, গাজামুখী নতুন ত্রাণ বহরের (ফ্লোটিলা) আয়োজকরা জানান, ইসরাইলি সেনাবাহিনী বুধবার অন্তত তিনটি নৌযান আটক করেছে।
সংগঠনটি আরও জানিয়েছে, কনসায়েন্স নামের জাহাজটি ইসরাইলের হামলার মুখে রয়েছে। এতে ৯০ জনেরও বেশি সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী রয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে গাজায় পৌঁছানোর চেষ্টা করা নৌযানগুলোকে তারা আটক করেছে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com