ঢাকা      বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আশুলিয়ায় আট ছিনতাইকারী গ্রেপ্তার

IMG
08 October 2025, 2:40 PM

শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ অক্টোবর) সকালে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে সেখানে অভিযান পরিচালনা করে আটজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন: সজিব মিয়া, আব্দুল্লাহ শিমুল, সিয়াম, রনি মিয়া, মাওলা মোল্ল্যা, রিপন বারী, মুন্না বাদল এবং মোস্তাকিন শেখ। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা কুরগাঁও এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে ভাড়া থেকে ছিনতাই করে আসছিলো বিভিন্ন জায়গায়।

আজ দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বলেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন