স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। আজ বুধবার সন্ধ্যায় জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়ে ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলছেন ওপেনার সাইফ হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com