ঢাকা      বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

IMG
08 October 2025, 8:00 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ধাতব-জৈব কাঠামো নিয়ে কাজ করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন: জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি। তিন বিজয়ী এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (১১ লাখ ৬৭ হাজার ডলার বা ৮ লাখ ৭২ হাজার পাউন্ড) পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

কীভাবে অণুগুলোকে একত্রিত করে কাঠামো তৈরি করা যায়, সে সম্পর্কে গবেষণা করেছেন এই তিন বিজ্ঞানী। নোবেল কমিটি এটিকে ‘আণবিক স্থাপত্য’ বলে অভিহিত করেছে।

তাদের কাজ পৃথিবীর গুরতর কিছু সমস্যা মোকাবিলা করতে পারে, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন ডাই অক্সাইড প্রশমিত করা; অথবা রসায়ন ব্যবহার করে প্লাস্টিক দূষণ কমানো।

বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। অধ্যাপক কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপক ওমর এম ইয়াঘি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন