ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

এশিয়ান কাপের লড়াইয়ে টিকে থাকতে কাল হংকংকে হারাতে চায় বাংলাদেশ

IMG
08 October 2025, 9:13 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা চৌধুরীদের সামনে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত আটটায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দলের প্রধান খেলোয়াড় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তিনি দেশে আসলেই যেন হুমড়ি খেয়ে পড়েন ফুটবলপ্রেমীরা। তার সঙ্গে আছেন শমিত সোম, ফাহমিদুল ইসলাম। এ কারণে জয়ের আশায় বুক বাঁধছেন সমর্থকরা।

‘সি’ গ্রুপে সিঙ্গাপুর এবং হংকয়ের পয়েন্ট সমান ৪। ১ গোলে এগিয়ে থাকায় সিঙ্গাপুর আছে টেবিলের শীর্ষে, আর হংকং আছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ ও ভারতের পয়েন্টও সমান ১। এখানেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে তিন নম্বরে। আগামীকাল যদি ৩ পয়েন্ট নিতে পারে বাংলাদেশ, তাহলে তারা দুইয়ে উঠে আসবে। আর ড্র করলে হংকং উঠবে শীর্ষে। বাংলাদেশের অবস্থান থাকবে অপরিবর্তিত।

হংকংয়ের বিপক্ষে যদি পয়েন্ট হারায় বাংলাদেশ, তাহলে এশিয়ান কাপের রেস থেকে এক প্রকার ছিটকে যাবে তারা। যদিও কাগজে-কলমে একটা সম্ভাবনা থাকবে, তবে সেটি নামমাত্র। কাজেই হংকংয়ের বিপক্ষে যেকোনো মূল্যেই হোক স্বাগতিকদের পয়েন্ট পেতেই হবে।

মাঠের খেলায় যা-ই হোক, প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ যে অনেক পিছিয়ে, সে নিয়ে অবশ্য কোনো সন্দেহ নেই। অন্যদিকে হংকং প্রস্তুতির কোনো কমতি রাখেনি। গত ১৫ জুলাই ইস্ট এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে চীনের কাছে ১-০ গোলে হেরেছে হংকং।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন