ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

আফগানদের ২২২ রানের টার্গেট দিলো বাংলাদেশ

IMG
08 October 2025, 9:56 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৫৬ রান।

টি-টোয়েন্টিতে মাত্রই আফগানদের হোয়াইটওয়াশ করায় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিলো বাংলাদেশ। আজ বুধবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে রান পান কেবল দু'জন। ৮৭ বলে ৬০ রান করেন মিরাজ। ৮৫ বলে ৫৬ করেন হৃদয়। আফগানদের সেরা বোলার রশিদ খান ৩৮ রানে ৩ উইকেট নেন। ৪০ রান দিয়ে ৩ উইকেট পান আজমতুল্লাহ ওমরজাই।

ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ ওভারেই হারায় তানজিদ হাসান তামিমকে। বাঁহাতি ওপেনার অফ স্টাম্পের বেশ বাইরের বল খোঁচা মেরে বিদায় নেন ওমরজাইয়ের বলে। নাজমুল হোসেন শান্ত তিন নম্বরে নেমে হন ব্যর্থ। ওমরজাইয়ের বলে চিপ শট খেলে মিড অফে সহজ ক্যাচে থামেন তিনি। টি-টোয়েন্টির দারুণ ছন্দে ওয়ানডে অভিষেকে টেনে আনা সাইফ হাসান ২৬ রান করে ফিরে যান সহজ ক্যাচে।

চতুর্থ উইকেটে এরপর জমে উঠে মিরাজ-হৃদয় জুটি। দু'জনে মিলে ১৪২ বলে যোগ করেন ১০১ রান। মিরাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে হন হৃদয়। খানিক পর মিরাজ নিজেও বিদায় নেন, রশিদের বলে এলবিডব্লিউ হয়ে।

রশিদের গুগলিতে বোকা বনে যান জাকের আলি অনিকও। আরেক ফিনিশার নুরুল হাসান সোহানেরও একই পরিণতি। ১৪ বলে ৭ রান করে তিনিও রশিদের গুগলির শিকার।

শেষ দিকে তানজিম হাসান সাকিব ২৩ বলে ১৭ ও ও তানভির ইসলাম ৮ বলে ১১ রান করলে ২২১ রান করতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন