ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

ট্রলের শিকার শবনম ফারিয়া

IMG
08 October 2025, 10:28 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব উপস্থিতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার। তবে শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে শবনম ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়।

বিশেষ করে কালো টি-শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। ফারিম মিহা নামে এক নেটিজেন লিখেছেন—এটাই আসল রূপ। দেশে থাকলে শুধু ভণ্ডামি।

আরেক নেটিজেন লিখেছেন—আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামে অন্য আরেক নেটিজেন লিখেছেন—এই হইছে এদের আসল পরিচয়। এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন