ঢাকা      বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ

IMG
09 October 2025, 1:44 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ। বুধবার আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার মানে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২২১ রান তোলে বাংলাদেশ। জবাবে রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ'র ফিফটিতে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় আফগানরা।

তানজিম হাসান সাকিবের দারুণ বোলিংয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ'র অর্ধশতকের পর আজমতউল্লাহ ওমরজাই ও হাশমতউল্লাহ শহিদির দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম ওয়ানডে জিতে মাঠ ছাড়ে আফগানিস্তান।

আফগানদের পক্ষে সমান ৫০ রানের ইনিংস খেলেন গুরবাজ ও রহমত। ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৪০ রানের চমৎকার ইনিংস। আর ৩৩ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফগান অধিনায়ক হাশমত।

বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন সাকিব। কিপটে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান খরচ করেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে, ব্যাট হাতেও দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তার সঙ্গে ১০১ রানের জুটি গড়ে তৌহিদ হৃদয় খেলেন ৫৬ রানের ইনিংস। কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় পুঁজি পায়নি বাংলাদেশ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন